দায়িত্ব নিয়েই বৈঠক অজিত মাইতির

জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, বিধায়ক ও নেতৃত্বদের নিয়ে বৈঠকে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতির। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
ANIKET




নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনি এক সময় অবিভক্ত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সংগঠন চালিয়েছেন। জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়ার পর শনিবার দুপুরে পিংলা বিধানসভার মাদপুরে দলীয় কার্যালয়ে মন্ত্রী, বিধায়ক, শাখা সংগঠনের জেলা সভাপতি, মাদার সংগঠনের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে তিনি প্রথম বৈঠক করেন।

বক্তব্য রাখতে গিয়ে অজিত মাইতি বলেন, "যা হওয়ার হয়েছে। এবার রাগ-গোসা ভুলে সংগঠন নিয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যা আসতে তা মেনেই কাজ করতে হবে। সরকারের উন্নয়ন মুখী প্রকল্পেগুলিতে জোর দিতে হবে। প্রচার করতে হবে। বুথ লেভেল পর্যন্ত সংগঠন মজবুত করতে হবে। ২৬-এর নির্বাচনে আমাদের জয় নিশ্চিত করতে হবে"। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন শিউলি সাহা, বিধায়ক হুমায়ুন কবীর, বিধায়ক মমতা ভুঁইয়া, অরূপ ধাড়া সহ অনান্যরা। আগামীদিনে ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথেই মিটিং মিছিল করতে হবে। এমনটাই জানান অজিত মাইতি।