New Update
/anm-bengali/media/media_files/x5ArGLNpUbN6uoL1BoUX.jpg)
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ নন্দীগ্রামে বিজেপির ফাঁড়ি ঘেরাও অভিযানকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত এলাকা। বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে জোর উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।
/anm-bengali/media/post_attachments/5a5a6eb5-36f.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল বিজেপির তরফ থেকে সারা বাংলা বনধের ডাক দেওয়া হয়। সেই বনধে নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় পুলিশের তরফ থেকে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী গতকাল রেয়াপাড়া ফাঁড়ি ঘেরাওর ডাক দেন। আর এরপরেই আজ বিকেলে বিজেপির তরফ থেকে ফাঁড়ি ঘেরাও কর্মসূচিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে এলাকা।
/anm-bengali/media/post_attachments/a035aab3-34f.png)
পুলিশের তরফ থেকে রাস্তায় প্রায় তিনটি গার্ড করে রাস্তা ঘিরে দেওয়া হয়। আর সেই গার্ড ভেঙে ফেলার জন্য একেবারে টানাহেচড়া শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের মধ্যে।
/anm-bengali/media/post_attachments/098f43de-13a.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us