নিজস্ব সংবাদদাতাঃ জলের তোড়ে কাঁসাই নদীর ভেতরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে পারাপার বন্ধ হয়েছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার শুরু করতে হবে মানুষজনকে।
/anm-bengali/media/media_files/mEkjURs0FJMcnfLWhPSM.jpg)
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় প্রতিবছরের ন্যায় এই বছরও উঠে এলো সেই একই ছবি। রাতেই কাঁসাই নদীর ভেতরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে বিপত্তি ঘটেছে।
/anm-bengali/media/media_files/ghyZnpkxNnbFBlczRtLh.jpg)
সমস্যায় রয়েছে নদীর দুই দিকের যাতায়াত কারী নিত্যযাত্রীরা। বর্তমানে দ্রুততার সঙ্গে বাঁশের সাঁকো তৈরীর কাজ চলছে। নৌকার ব্যাবস্থাও করাও হয়েছে।
/anm-bengali/media/media_files/IshG7973zTGr3eNsDnMQ.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)