জলের স্রোতে ভেঙে পড়ল কাঁসাই নদীর অস্থায়ী বাঁধ! বিপাকে এলাকাবাসী

জলের তোড়ে কাঁসাই নদীর ভেতরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে পারাপার বন্ধ হয়েছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার শুরু করতে হবে মানুষজনকে।

author-image
Probha Rani Das
New Update
vxccv20.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জলের তোড়ে কাঁসাই নদীর ভেতরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে পারাপার বন্ধহয়েছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার শুরু করতে হবে মানুষজনকে।

vxccv17.jpg

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় প্রতিবছরের ন্যায় এই বছরও উঠে এলো সেই একই ছবি। রাতেই কাঁসাই নদীর ভেতরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে বিপত্তি ঘটেছে

vxccv18.jpg

সমস্যায় রয়েছে নদীর দুই দিকের যাতায়াত কারী নিত্যযাত্রীরা। বর্তমানে দ্রুততার সঙ্গে বাঁশের সাঁকো তৈরীর কাজ চলছে। নৌকার ব্যাবস্থাও করাও হয়েছে। 

vxccv19.jpg

Adddd