অস্থায়ী শ্মশান, হাঁটুজল পেরিয়ে দাহ, চরম ভোগান্তি

পরিষেবা উন্নত করার দাবি গ্রামবাসীদের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-13 11.21.02 AM

নিজস্ব প্রতিনিধি: এলাকার একমাত্র অস্থায়ী শ্মশান। হাঁটুজল পেরিয়ে দাহ করতে যেতে হয় এলাকাবাসীদের। বর্ষায় চরম সমস্যা। নেই রাস্তা। এবার ভিডিও পোস্ট করে রাস্তা এবং স্থায়ী শ্মশানের দাবী তুললো এলাকাবাসী। গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেলে আবেদন করবো জানান পঞ্চায়েত সদস্য।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের তেঘরি এলাকার ঘটনা। লাগাতার বৃষ্টি এবং বর্ষাকাল আসলেই গ্রামের এক কোনে থাকা একটি অস্থায়ী শ্মশানে শব দাহ করতে গেলে হাঁটু জল পেরিয়ে, জঙ্গল পেরিয়ে মানুষজনকে যেতে হয়। স্থায়ী চুল্লি পর্যন্ত নেই। তাই বিভিন্ন মাধ্যমে  ভিডিও পোস্ট করে সেই এলাকার করুন ছবি তুলে ধরলেন এলাকাবাসী। এলাকাবাসীরা চাইছেন ওই এলাকায় একটি স্থায়ী শ্মশান চুল্লি হোক এবং শ্মশানে যাওয়ার রাস্তা করে দেওয়া হোক। এ বিষয়ে তেঘরি এলাকার পঞ্চায়েত সদস্য পৃথ্বীরাজ মুখী জানান, "আমাদের এলাকায় এই শ্মশান নিয়ে খুব সমস্যায় রয়েছে এলাকাবাসী। আমরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত এবং ব্লকে জানাবো"। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।