New Update
/anm-bengali/media/media_files/LIHZ9roVq8lqm3Ovf0pO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। এক ধাক্কায় বেশ খানিকটা পারদ নেমে গেল বাংলার একের পর এক জেলার। ঠাণ্ডায় (Cold) জুবুথুবু অবস্থা হয়ে যাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষের। এদিকে আজ শনিবার টুইট করে এক চাঞ্চল্যকর তথ্য দিল আলিপুর আবহাওয়া অফিস, যা দেখে আপনিও চমকে যেতে পারেন বৈকি। আজ দার্জিলিং-এর পারদ এক ধাক্কায় ৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। অন্যদিকে বাঁকুড়ায় আজ পারদ ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। কলকাতার পারদ কত তা শুনলে তো চমকে উঠবেন। জানা গিয়েছে, আজ কলকাতার পারদ ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
Today's Realized Minimum Temperature (ºC) and Departure (ºC) pic.twitter.com/sIvULnrnWu
— IMD Kolkata (@ImdKolkata) December 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us