/anm-bengali/media/media_files/iJeLe5TiWQRWRVp1m2oJ.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই ঘটে চলেছে একের পর এক ঘটনা। কখনও ঘটছে হত্যার ঘটনা তো কখনও আবার বোমাবাজি, ভাংচুর, হামলা। ভোট সন্ত্রাসের প্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে এমনিতেই ভুরি ভুরি অভিযোগ রয়েছে বিজেপির। এবার সামনে এল আরো এক ঘটনা। তবে এবারে প্রাণে মেরে ফেলার কোনো ঘটনা ঘটেনি। বরং ভাতে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনায় কাকদ্বীপে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরচক এলাকায় বিজেপি কর্মীর চাষের জমিতে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীর বিরুদ্ধে। বিঘার পর বিঘা ফসল নষ্ট। ঘটনার উল্লেখ করে ট্যুইটারে ক্ষতিগ্রস্তদের আর্তনাদের একটি ভিডিও পোস্ট করেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সর্বহারা মানুষগুলোর সংসার চলবে কী করে? কী করে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাবেন তারা? কান্নায় ভেঙে পড়েছেন গৃহকর্ত্রী থেকে জমির মালিক। দেখুন ভিডিও।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ব্লকের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরচক এলাকায়, তৃণমূলের গুন্ডারা জমিতে বিষ মিশিয়ে বিজেপি কর্মী হরেন্দ্রনাথের সমস্ত ফসল নষ্ট করে দেয়।
— Locket Chatterjee (@me_locket) July 24, 2023
একটা রাজনৈতিক দল কতটা প্রতিহিংসাপরায়ণ হলে এই কাজ করতে পারে এটা স্পষ্ট। ছিঃ pic.twitter.com/DPSV2VUeoI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us