শিক্ষক দিবস : উদীয়মানের অরণ্যের পাঠশালায় 'আমরাই প্রাথমিক শিক্ষক‌'

জঙ্গলমহলে পালিত হল শিক্ষক দিবস। আদিবাসীদের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল শিক্ষার সামগ্রী। সমাজসেবী এক সংগঠনের উদ্যোগে এই আয়োজন। হাসি ফুটলো কচিকাচাদের মুখে।

author-image
Pallabi Sanyal
New Update
1123

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : শিক্ষকদের সামাজিক দায়বদ্ধতা ও সমাজের প্রতি কর্তব্যবোধ থেকে "আমরাই প্রাথমিক শিক্ষক" জঙ্গলমহলের অবৈতনিক "অরণ্যের পাঠশালা"র ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক দিবস পালন করলো। প্রবল বৃষ্টির মধ্যে আজ শালবনীর জঙ্গলে ঘেরা প্রান্তিক গ্রাম শুশনিবাড়ীর আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দিয়ে ও মিষ্টি মুখের মাধ্যমে শিক্ষক দিবস পালন করলো আমরাই প্রাথমিক শিক্ষক। এই সংস্থার তরফে তন্ময় সিংহ ধন্যবাদ জানান ভাদুতলা ও সন্নিহিত এলাকার সমাজসেবায় যুক্ত উদ্যোগী যুবসমাজের সংগঠন উদীয়মানকে। আমরাই প্রাথমিক শিক্ষকের তরফে অভিজিৎ ঘোষ বলেন যে, ''লোধা শবর এলাকা পীরচক ও আদিবাসী সম্প্রদায়ের এলাকা শুশনিবাড়ীতে এই সংগঠন প্রায় চল্লিশ জন ছাত্র ছাত্রীদের নিয়ে দুটি অবৈতনিক অরণ্যের পাঠশালা চালায়, সব শিশুদের হাতে আমরা রঙের বই, রং পেন্সিল ও ছড়ার বই তুলে দিয়েছি। উদীয়মান এর তরফে আমরাই প্রাথমিক শিক্ষক এর উপস্থিত শিক্ষকদের হাতে স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও কলম তুলে দিয়ে বরণ করা হয়।'' এই উদীয়মান সংস্থাকে ও অরণ্যের পাঠশালার শিক্ষক শিক্ষিকা দের সম্বর্ধিত করেন আমরাই প্রাথমিক শিক্ষক।''