ব্যারেজের নীচ থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার করলেন শিক্ষক

কোথায় ছিল সাপটি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-25 at 10.51.02 AM

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গতকাল ২৪ আগস্ট সকাল সাড়ে আটটা নাগাদ সিউড়ির তিলপাড়া ব্যারেজের নীচে থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন পেশায় শিক্ষক ও সর্প বিশারদ দীনবন্ধু বিশ্বাস৷ তিনি মিডিয়া প্রতিনিধিকে বলেন যে পরিণত বয়স্ক স্ত্রী সাপটি প্রায় ৮ ফুট লম্বা , ১২ কেজি মতো ওজন৷ এটা তার ধরা ৫৩ তম অজগর উদ্ধার। 

উল্লেখ্য, কাল যখন বাঁধ সংস্কারের কাজ চলছিল তখন বালি-পাথরের স্তূপ থেকে সাপটি বেরিয়ে আসায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে । ওখান থেকে দীনবন্ধু বাবুর ছাত্ররা ফোন করে তাকে৷ এরপর তিনি সেখানে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন বিশেষ দক্ষতায় দ্রুততার সঙ্গে৷ তিনি আরও বলেন যে অজগরটিকে কালই বন দফতরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়েছে। 

WhatsApp Image 2025-08-25 at 10.51.02 AM (1)