/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
ফাইল চিত্র
নিজস্ব প্রতিনিধি, ময়না: ময়না কলাগেছিয়া হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রুদ্রপ্রসাদ হাইত গতকাল তমলুক হাসপাতালে প্রয়াত হন অস্বাভাবিকভাবে। জানা গিয়েছে ওই শিক্ষক মহাশয় শেয়ার মার্কেটে লগ্নি করে ব্যবসা করতেন। প্রথমদিকে লাভবান হন, কিন্তু পরে তিনি মার্কেট থেকে প্রায় ১ কোটি টাকার মতন তোলেন | তারপরেই ঘটে অঘটন। তার শেয়ারের ব্যবসাতে সম্পূর্ণ ক্ষতি হয় | দেনাগ্রস্ত হয়ে পড়েন | শ্রীরামপুরে ঘরবাড়ি বিক্রি করে তিনি ময়নার বিডিও অফিস পার্শ্ববর্তী একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। গতকাল তিনি একসাথে প্রায় ৪০ টির মত পেইনকিলার ট্যাবলেট খেয়ে নেন বলে দাবি। রাত ১টার সময় ময়না হসপিটালে ভর্তি করা হলে তাকে তমলুকে রেফার করা হয়। তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন | মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে তমলুক থানা পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/04/whatsapp-image-2025-09-04-2025-09-04-18-25-41.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us