/anm-bengali/media/media_files/2025/07/23/whatsapp-image-2025-07-23-2025-07-23-17-39-31.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের গিধনী চক্রের অন্তর্গত রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের সামনেই ঘটেছে এই নিন্দনীয় ঘটনা, যা ঘিরে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক মহলও।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও পঠনপাঠন চলছিল। হঠাৎ এক বিজেপি কর্মী স্কুলে ঢুকে পড়েন। অভিযোগ, তিনি প্রধান শিক্ষক ও এক সহ-শিক্ষককে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন এবং তাদের শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেন। দুই শিক্ষক তাকে স্কুল চত্বর ছাড়তে বললে, তিনি তাদের প্রাণে মারার হুমকি দেন। শিশুদের মধ্যে প্রবল আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আক্রান্ত দুই শিক্ষক জামবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী প্রেমজিৎ মান্ডিকে তার খাসজঙ্গল এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামবনী থানার পুলিশ। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের দাবি, স্কুল চত্বরের একটি কুয়োর পাশে শিশুদের খেলাধুলা করতে দেখা যায়, অথচ শিক্ষকরা তখন মোবাইলে ব্যস্ত ছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতেই বিরোধিতা করা হয়েছে বলে দাবি করে বিজেপি। দলের অভিযোগ, বিষয়টিকে অহেতুক রাজনৈতিক রঙ দিয়ে সরকার পক্ষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যান জয়দীপ হোতা এই ঘটনায় কড়া ভাষায় নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, “স্কুলে ঢুকে শিক্ষকদের হেনস্থা করার মতো ঘটনা কখনওই বরদাস্ত করা যায় না। এখানে রাজনীতি নয়, আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/26/bjp-flag-2025-06-26-22-01-18.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us