New Update
/anm-bengali/media/media_files/2025/04/07/1000183002-142254.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে খড়গপুর শহরের বোগদা এলাকায় প্রাতভ্রমণে বের হয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। হাঁটতে হাঁটতেই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা হয়ে যায়। সবাই মিলে তখন একসঙ্গে বসে পড়েন চায়ের আড্ডায়।
/anm-bengali/media/media_files/2025/04/07/1000183006-682538.jpg)
চা খেতে খেতেই চলল হালকা গল্প, রাজনীতি নিয়ে কথাবার্তা, দলের খবরাখবর। ঠিক তখনই পৌঁছে যায় সংবাদ মাধ্যম। সাংবাদিকেরা নানা প্রশ্ন করলে দিলীপবাবুও খোলাখুলি উত্তর দেন। দলের অবস্থা, রাজ্যের রাজনীতি—সব বিষয়ে নিজের মত জানাতে একটুও পিছপা হননি তিনি। সাধারণ মানুষ আর দলীয় কর্মীদের সঙ্গে মিশে যাওয়া দিলীপ ঘোষের পুরনো অভ্যাস। আজও তারই একটা ছবি দেখা গেল খড়গপুরের সকালে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us