অফিসে প্রশংসা না সম্পর্কের টানাপোড়েন? বৃষ-তুলা-বৃশ্চিক রাশির জীবনে আজ কী ঘটতে চলেছে?

২২ মে-র রাশিফল বলছে, আজ বৃষ, তুলা ও বৃশ্চিক রাশির জীবনে আসতে পারে বড় কিছু পরিবর্তন। কর্মক্ষেত্র, সম্পর্ক আর আর্থিক ভাগ্যে কোন রাশি আজ এগিয়ে, দেখে নিন।

author-image
Debapriya Sarkar
New Update
Horoscope

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবারের সকাল কী বার্তা নিয়ে এল আপনার জন্য? বৃষ, তুলা আর বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আজ ঘটতে পারে চমক! কেউ পেতে পারেন অফিসে প্রশংসা, তো কারও সামনে তৈরি হতে পারে সম্পর্কের টানাপোড়েন। স্বাস্থ্য, প্রেম, কাজ আর অর্থ—সবদিক সামলে চলার বার্তা দিচ্ছে আজকের গ্রহের অবস্থান। চলুন দেখে নেওয়া যাক তিন রাশির ভাগ্য কী বলছে এই বৃহস্পতিবার।

বৃষ Horoscope.webp

বৃষ রাশি 

বৃহস্পতিবার শুরু হতে পারে কিছুটা ধীরে, তবে দিনের শেষে অনেক কিছু সামলে নিতে পারবেন। কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন, নতুবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সম্পর্কেও আজ কিছু জটিলতা আসতে পারে, কথা বলার সময় খুব সচেতন থাকুন। আর্থিক লেনদেনের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।

বৃশ্চিক রাশি: কেমন যাবে আজকের দিন?

বৃশ্চিক রাশি 

আজ আপনার প্রতিভা এবং দায়িত্ববোধে খুশি হবে অফিস। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক প্রতিযোগীদের টেক্কা দেওয়ার মতো সাহস দেখাতে পারবেন। তবে পরিবারে কোনও বিষয় নিয়ে অকারণে টেনশন হতে পারে। সুস্বাস্থ্য আপনার কাজের গতি বাড়াবে। দিনটি আর্থিক দিক থেকেও মন্দ নয়।

তুলা রাশি: কেমন কাটবে আজকের দিন?

তুলা রাশি 

আজকের দিন আবেগের রঙে রঙিন হয়ে উঠতে পারে। কিন্তু সেই আবেগ যদি বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে কাজের জায়গায় সমস্যা দেখা দিতে পারে। ব্যক্তিগত জীবনে দায়িত্ব পালনের চাপ থাকবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। প্রেমজীবনে স্থিতি থাকবে, তবে অফিসে একটু বেশি মনোযোগ প্রয়োজন।