‘কোন শিল্পপতিকে পাগলা কুকুরে কামড়েছে যে তিনি রাজ্যে কারখানা বানাবেন’! ফের শিরোনামে তথগত

রাজ্যে শিল্প কারখানা বানানো নিয়ে ফের টুইট করে সরব হলেন তথাগত রায়। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
tathagata roy11 .jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি টুইট করে বলেছেন, “কোন শিল্পপতিকে পাগলা কুকুরে কামড়েছে যে তিনি পশ্চিমবঙ্গে কারখানা বানাবেন? এখানে তো জমির খোঁজ করতে এলেই তৃণমূলের ক্যাওড়াবাহিনী ঝাঁপিয়ে পড়বে, চাকরি চাইবে, তোলা চাইবে।”

tathagata roy

তিনি আরও বলেন, “আর সৌরভদার ‘ইস্পাত কারখানা’ কি হল? শুনলাম সেটা নাকি শেষপর্যন্ত স্পেনে হচ্ছে?” 

Add 1