New Update
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় ট্যুইটারে বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়ে থাকেন। যার ফলে একাধিক কটুকথা তাকে শুনতে হয়। তবে তা সামনে এনে যথাযথ উত্তরও দেন তিনি। এবার ফের একটি ট্যুইট সামনে এনে তার জবাব দিলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
যেখানে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তার পায়ুপথ দিয়ে টর্চ ঢুকিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। তথাগত রায় এই ট্যুইটকে সামনে আনতেই শোরগোল শুরু হয়েছে।
পরিচয় LEFTIST। সিফিলিসে মৃত লেনিনের চ্যালা। পুরোনো কথা মনে করিয়ে দেওয়ায় খু-উ-উ-উ-ব রাগ হয়েছে। 🤣🤣🤣 https://t.co/8Rrq17eJ2K
— Tathagata Roy (@tathagata2) May 30, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us