নিজস্ব সংবাদদাতাঃ ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, “সন্দেশখালি, ইসলামপুর, আড়িয়াদহে পশ্চিমবঙ্গ যে ধরনের শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, মিথ্যা মামলা চড় ইত্যাদি দেখেছে তা জঙ্গলরাজের চেয়ে কম নয়। এগুলি কেবল সর্বশেষ ঘটনা নয়। এর ওপর রয়েছে অবিশ্বাস্য দুর্নীতি ও উন্নয়নের অভাব।”
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
তিনি আরও বলেছেন, “এই পরিস্থিতিতে কেন্দ্রের উদাসীনতা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে। এভাবে চলতে থাকলে রাজ্যে বিজেপি শেষ হয়ে যাবে। কিন্তু রাজনীতিতে কোনো শূন্যতা থাকতে পারে না। সেই শূন্যতা পূরণের জন্য কী ঘটবে তা ভাবতেই শিউরে উঠি।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)