‘যতদিন সে থাকবে ততদিন কোনো শিল্পপতি দশ ফুট খুঁটি দিয়ে এই রাজ্যকে স্পর্শ করবে না’! ফের তথাগতের নিশানায় মমতা

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইট করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
Tathagata Mamataqw1.jpg

নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, “আমাদের মনোনিয়া খুব ভালো করেই জানে যতদিন সে এখানে থাকবে ততদিন কোনো শিল্পপতি (সম্ভবত গেট কলাপসিবল গেট ম্যাগনেট সৌরভ) দশ ফুট খুঁটি দিয়ে এই রাজ্যকে স্পর্শ করবে না। তাহলে কেন 'শোকেসিং ওয়েস্ট বেঙ্গল' বা এই ধরনের তামাশায় করদাতাদের টাকা নষ্ট করা হচ্ছে?”

tathagata roy

তিনি আরও বলেছেন, “বরং বিনীত প্রস্তাব দিচ্ছি। কলকাতাকে 'ওল্ড পিপলস প্যারাডাইস' হিসেবে তুলে ধরুন। এখানে তারা পাবে সস্তায় জীবনযাপন, সস্তায় গৃহকর্মী, সস্তা ড্রাইভার, নিস্তব্ধ জীবন। অদ্ভুত কাজ করার জন্য প্রচুর বেকার যুবক উপলব্ধ।

Add 1