মুখ্যমন্ত্রী মমতা সিপিএমের মেধাবী ছাত্রী! কটাক্ষ এই নেতার

ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
tathagata roy11 .jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়।

তিনি বলেছেন, “মমতা সিপিএমের মেধাবী ছাত্রী হলেও একটা কথা ঠিক বুঝেছিলেন। সিপিএমের ক্যাডাররা যেমনি শৃঙ্খলাবদ্ধকথা বললে শোনেওঁর ক্যাওড়ারা কোনোদিন সেরকম হবে নাতোলা আর চোলাইয়ের পিছনেই ঘুরে বেড়াবে। 

tathagataaagh.jpg

তাই উনি পুলিশকেই ক্যাডারে পরিণত করেছেন। এর একটা বিচিত্র ফল হয়েছে। আজ পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে লাঠিচার্জ করেছে, তাতেই মুলো ক্যাওড়াদের উল্লাস শরীরের নবদ্বার দিয়ে ফুটে বেরোচ্ছে। ঠিক যেমন লালু আলমের হাতে মমতা মার খাবার পরে সিপিএম ক্যাডারদের হয়েছিল। তারপর কি হইল জানে শ্যামলাল।”