ভুলটা করবেন না, ‘বাঙালি’ বলে কিছু নেই! একি বললেন তথাগত রায়?

ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
tathagataaagh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়।

x tathagata roy sad face

তিনি বলেছেন, “এই ভুলটা করবেন না। ‘বাঙালি’ বলে কিছু নেই। যাদের মাতৃভাষা বাংলা তাদের ৩০% হিন্দু, ৭০% মুসলমান। তাদের শুধু ধর্ম নয়, খাদ্যাভ্যাস, নামকরণ, সমাজব্যবস্থা, রাজনীতি, মূল্যবোধ, নারীর সম্বন্ধে মানসিকতা, সামূহিক স্বার্থ, বিশ্ববীক্ষা সবই আলাদা।”