/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, “ক্যাংলা পক্ষের জন্মবৃত্তান্ত। মাড়োয়ারির টাকা ছাড়া তৃণমূল পার্টি চলবে না। পার্টির নামের আগে একটা ‘সর্বভারতীয়’ তকমাও লাগানো হয়েছে (হেসে আর বাঁচি না)।
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
এদিকে বাঙালি প্রাদেশিকতায় সুড়সুড়িও দিতে হবে, এরাজ্যে গরীব বিহারি-ওড়িয়া শ্রমিকদের বিরুদ্ধে ঘৃণা তৈরী করতে হবে। তাহলে অন্য রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে ক্ষোভ জন্মাবে, এবং শেষে মাননীয়া সারা ভারতের বাঙালির পরিত্রাতা হিসাবে অবতীর্ণ হবেন। তাই এই জারজ ক্যাংলাদের জন্ম।”
ক্যাংলা পক্ষের জন্মবৃত্তান্ত।
— Tathagata Roy (@tathagata2) July 30, 2024
মাড়োয়ারির টাকা ছাড়া তৃণমূল পার্টি চলবে না। পার্টির নামের আগে একটা ‘সর্বভারতীয়’ তকমাও লাগানো হয়েছে (হেসে আর বাঁচি না)। এদিকে বাঙালি প্রাদেশিকতায় সুড়সুড়িও দিতে হবে, এরাজ্যে গরীব বিহারি-ওড়িয়া শ্রমিকদের বিরুদ্ধে ঘৃণা তৈরী করতে হবে। তাহলে অন্য…
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us