‘সুকুমার রায়ের হিজি বিজ বিজের মত কিছুটা বেড়ে আবার কমতে থাকে’! এবার মুখ্যমন্ত্রীর বয়স নিয়ে ঝড় তুললেন তথাগত

তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
Tathagata Mamataqw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়।

tathagata roy11 .jpg

তিনি বলেছেন, “মুলোগুষ্ঠি দিবারাত্র আমাকে বুড়ো, ঘাটের মড়া, ইত্যাদি বলে যাচ্ছে। এ কথাগুলো তো সত্যিই। কিন্তু যেই না আমি ওদের নেত্রীর সঠিক বয়সের ব্যাপারে মন্তব্য করেছি, বাপরে বাপ, কি বিস্ফোরণ।” 

tathagataaagh.jpg

তিনি আরও বলেন, “কিন্তু কেন? ওঁর কি বয়স বাড়ে না? নাকি সুকুমার রায়ের সৃষ্ট হিজি বিজ বিজের মত কিছুটা বেড়ে আবার কমতে থাকে?”  

Adddd