‘সেকুলার’ গোষ্ঠীর জ্ঞান! ‘হিন্দু-মুসলমান করা’ উচিত নয়! ফের তথাগত রায়ের টুইট ঘিরে চাঞ্চল্য

ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
tathagataaagh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তথাগত রায় বলেছেন, “আমাকে রোজ ‘সেকুলার’ গোষ্ঠী জ্ঞান দেয়, আমার নাকি ‘সকলকে নিয়ে চলা উচিত’, ‘হিন্দু-মুসলমান করা’ মোটেই উচিত নয়।

d

আমি আর ক’বছর বাঁচব, কিন্তু ইচ্ছে করে এই সেকুলারগুলো কাঠমোল্লাদের লাথি খেয়ে কিরকম করে সেটা দেখতে, যেমন, এদের বাপ-ঠাকুর্দারা পূর্ববাংলায় খেয়েছিল।” 

Adddd