মমতার চ্যালারা, বিশেষ করে তাঁর ত্রিশ শতাংশ বাঁধা ভোট তেলে-বেগুনে! তথাগতের মন্তব্যে ফের শোরগোল

তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
tathagataaagh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, "রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু হয় না। মমতা ক্ষমতাচ্যুত হবেন। হবেনই।" 

tathagata roy11 .jpg

তিনি আরও বলেন, “শুধু এইটুকু বলতেই মমতার চ্যালারা, বিশেষ করে তাঁর ত্রিশ শতাংশ বাঁধা ভোট (TSBV) তেলে-বেগুনে, কি, এত বড় কথা? মমতা ক্ষমতাচ্যুত হবেন? আমাদের ভাতাগুলো মারা যাবে? দোকানে-বাজারে তোলা আদায়, মাদ্রাসায় দেশবিরোধী প্রচার, বন্ধ হয়ে যাবে? পুলিশ আইন মেনে চলবে? কভি নেহি।” 

Adddd