New Update
/anm-bengali/media/media_files/FRxNVevvoq8eQnc0IwxH.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ফে বিস্ফোরক মন্তব্য করলেন তথাগত রায়। তিনি টুইট করে বলেছেন, “যে রাজ্যে বহু লোক বোমা শিল্পের উপর নির্ভর করে বেঁচে আছে সে রাজ্যে রিপোর্ট তো বিস্ফোরক হবেই। আমি শুধু ভাবি তৃণমূল কি রকম বীভৎস নৈরাশ্যে ভুগছে, যে বৈশাখ মাসে এইসব আষাঢ়ে গল্প ছাড়তে হচ্ছে। দলে ব্রাত্যর মত অভিজ্ঞ নাট্যকার থাকতেও এইরকম কাঁচা চিত্রনাট্য। গত বছর নাকি ধর্ষণ হয়েছে, সেই খবর নবান্ন এই ভোটের মুখে ছাড়ছে। আর কত হাসাবেন মাননীয়া।”
/anm-bengali/media/media_files/o5R9hntlG5pgzrRufBV2.jpg)
যে রাজ্যে বহু লোক বোমা শিল্পের উপর নির্ভর করে বেঁচে আছে সে রাজ্যে রিপোর্ট তো বিস্ফোরক হবেই !
— Tathagata Roy (@tathagata2) May 14, 2024
আমি শুধু ভাবি, তৃণমূল কি রকম বীভৎস নৈরাশ্যে ভুগছে, যে বৈশাখ মাসে এইসব আষাঢে গল্প বাজারে ছাড়তে হচ্ছে ! দলে ব্রাত্যর মত অভিজ্ঞ নাট্যকার থাকতেও এইরকম কাঁচা চিত্রনাট্য ! গত বছর নাকি ধর্ষণ… https://t.co/Gu2toF4nGo
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us