/anm-bengali/media/media_files/Csjd4dqRCicgxgdf3zTt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পিটিশনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। এই বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
তিনি জানিয়েছেন, ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের সামনে ভারতের সলিসিটর জেনারেলের উপস্থাপনা হতবাকতিনি বলেনসিবিআই পঞ্চম দিনে ঘটনাস্থলে প্রবেশ করেছি এবং সিবিআই তদন্ত শুরু করা একটি চ্যালেঞ্জ এবং অপরাধের দৃশ্য পরিবর্তন করা হয়েছে।এখন কলকাতা পুলিশ ও আরজি কর হাসপাতালের কাছে প্রশ্ন কারা এই অপরাধের দৃশ্যপট বদলে দিল?
The Solicitor General of India's submission before the Hon'ble Supreme Court of India is shocking,
— Tarunjyoti Tewari (@tjt4002) August 22, 2024
He said,
"We (CBI) entered the scene on 5th day and CBI probe to start is a challenge and crime scene is altered"
NOW THE QUESTION TO KOLKATA POLICE AND RG KAR HOSPITAL, WHO… pic.twitter.com/3g9sddibE8
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us