New Update
/anm-bengali/media/media_files/wgOrlamFPrcJFLMjhtm6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে (Kunal Ghosh) নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) । তিনি আজ সোমবার এক টুইট বার্তায় লেখেন, ‘পশ্চিমবঙ্গেবিভিন্নদিকেগিরগিটিরাএকেএকেআত্মহত্যাকরছে।তারাবলছেযেরাজ্যেশাসকদলেরমুখপাত্রকুনালঘোষসেইরাজ্যেগিরগিটিদেররংপাল্টানোরঅপবাদতারাআরসহ্যকরতেপারছেনা।কুনালঘোষকেদেখেগিরগিটিরাওলজ্জাপায়, কুনালঘোষতাদেরথেকেওতাড়াতাড়িরংপাল্টাতেপারে।‘
পশ্চিমবঙ্গে বিভিন্ন দিকে গিরগিটিরা একে একে আত্মহত্যা করছে।।
— Tarunjyoti Tewari (@tjt4002) November 27, 2023
তারা বলছে যে রাজ্যে শাসকদলের মুখপাত্র কুনাল ঘোষ সেই রাজ্যে গিরগিটিদের রং পাল্টানোর অপবাদ তারা আর সহ্য করতে পারছে না।।
কুনাল ঘোষ কে দেখে গিরগিটিরাও লজ্জা পায়,কুনাল ঘোষ তাদের থেকেও তাড়াতাড়ি রং পাল্টাতে পারে।। pic.twitter.com/LSUIn3gn6w
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us