দিলীপ ঘোষের সময়েও ছিলেন, তাকেই ফের করা হল জেলা সভাপতি

কে এই পদ পেলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-07 at 2.33.28 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘ অপেক্ষার পর, বিভিন্ন চর্চার পর তন্ময়ের ওপরই আস্থা রাখল দল। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হল তন্ময় দাসকে। রাতেই শুভেচ্ছা জানাল দলীয় কর্মীরা। 

তন্ময় দাসের বিরুদ্ধে একাধিক সময়ে ডেবরার বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছিল। এই কাজ হয়েছিল বিজেপি কর্মীদের নাম করেই। সেই সব জল্পনা কাটিয়ে তন্ময় দাসের ওপরই ভরসা রাখল বিজেপি। পুনরায় তাকে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি করা হল। এই নিয়ে তৃতীয় বার সভাপতি হলেন তন্ময় দাস। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, সেই সময় জেলা সভাপতি তন্ময় দাস। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, সেই সময়ও জেলা সভাপতি তন্ময় দাস। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি আর এবারেও জেলা সভাপতি করা হল তন্ময় দাসকে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও শুভেচ্ছা জানিয়েছেন তন্ময় দাসকে। 

WhatsApp Image 2025-08-07 at 8.47.32 AM (1)