ভয়াবহ দুর্ঘটনা! বাইককে টানতে টানতে নিয়ে গেল ট্যাংকার

এমন ঘটনা আগে ঘটেনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-29 at 5.47.01 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ডেবরায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইককে টানতে টানতে ১০০ মিটার নিয়ে গেল গ্যাস বোঝাই ট্যাংকার। গুরুতর আহত ৩ জন। 

জানা যায় যে ডেবরার দলপতিপুরে ১৬ নং জাতীয় সড়কের ওপরের ঘটে এই ঘটনা। গ্যাস ট্যাংকার ভর্তি থাকায় দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ডেবরা থানার ওসি ও পুলিশ বাহিনী যায়। বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা-খড়গপুর ১৬ নং জাতীয় সড়ক।

Accident

n