New Update
/anm-bengali/media/media_files/ShpiADet03b3HXfnIlbh.jpg)
নিজস্ব প্রতিনিধি, তমলুক: জল থৈ থৈ অবস্থা সরকারি হাসপাতালে। প্রবল বর্ষণের কারণেই তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের মূল গেটে জল জমেছে। এমার্জেন্সির সামনেও জমে গেছে জল। আর জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন রোগীর পরিবার থেকে ডাক্তাররা। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা তো দূর, আপাতত চলাচল করাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে সেখানে। আমাদের প্রতিনিধি দেখিয়েছেন সেখানকার চিত্র।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us