রাতে জাগো, দিনে জাগাও ✊❤️

আবারও সমাজমাধ্যমে রাজনৈতিক অভিসন্ধির বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
jvnkbmn,m.,

নিজস্ব সংবাদদাতা: স্বস্তিকা মুখোপাধ্যায় তার সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "কাউকে কমরেড বলে সম্মোধন করলে আমি নিশ্চিত লাল, 
এক দশক বা তার একটু কম বেশি আগে পরে, এক জোড়া চোটির ছবি দিয়েছিলাম বলে আমি সবুজ, ওহ সরি মাঝে দুটো চকলেট ও নিয়েছিলাম।ওহ সরি আমার কলিগ সায়নি কে কংগ্রাটস ও বলেছিলাম।ওহ সরি এখন আবার সবুজ না বলে নতুন শব্দ হলো চটি-চাটা।

RG Kar Medical College incident: Swastika Mukherjee questions the security  of women


রং দে তু মোহে গেরুয়া গান টা গাইলে আমি গেরুয়া। 
আজাদি স্লোগান তুললে আমি জেএনইউ - ওহ না না ওরা তোহ কোন দল না, ভুলে যাই। 
আর কিছু বাদ পড়ল ? 
কংগ্রেস বোধহয় কারুর সাতে পাঁচে থাকেনা, ওরা কোনোদিন গালাগাল দেয়নি। মনে হয় ওরা এই সব আই-টি সেল জাতীয় ব্যাপারে খরচা কম করে। 
এই যে মাস পিটিশন বা মাস কনভেনশন টাইপ এর মাস নোংরামো, মাস গালাগাল, মাস ভুয়ো তথ্য ছড়ানো, মাস মিম বানানো, মাস কার্টুন আঁকা প্রতিযোগিতা - এইসব করতে তো খরচা লাগে। আমাদের ট্যাক্স এর টাকায় কী আমরাই গালাগাল খাচ্ছি ? 

Swastika Mukherjee: Actress and Women's Rights Advocate on Breaking  Stereotypes and Living Authentically | Prothom Alo


যারা প্রতিবাদ করছেন না, এসবের আবার কী দরকার ভেবে, তারা এই ব্যাপার ta একটু ভেবে জানাবেন তো।কমেন্ট সেকশন যেখানে গালাগাল দিচ্ছেন সেখানে জানিয়ে দেবেন, ওটা সর্বদা খোলা থাকবে। 
আগে থেকে থ্যাংক ইউ বলে দিলাম। 
কাল সকাল থেকে আবার ফুটেজ খেতে রাস্তায় নামতে হবে, তাই আর সময় পাবো না। এমনিও ঘুম আসছেনা, ভাবলাম কাজ টা সেরে ফেলি। 
সেদিন  Srijit Mukherji  একটা দারুণ কথা শেয়ার করল  - 
ওর নিজেকে রাজপাল যাদব এর মতন লাগছে, বলে এই টা বলল - 
Main kya mandir kaa ghanta hoon koi bhi bajake chala jaata hain ?!
শুভ রাত্রি, রাতে জাগো, দিনে জাগাও ✊❤️"