/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-15-12-15.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: মাত্র ২৫ সপ্তাহে জন্ম, ওজন ছিল মাত্র ৮১০ গ্রাম। সেই প্রিম্যাচিউর শিশুর প্রাণ বাঁচাতে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ভরসা রাখলেন আমেরিকার তৈরি এক ক্ষুদ্র ডিভাইস 'পিকোলো'র ওপর। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাল রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড। হাসপাতালের এই সাফল্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বাঁকুড়ার শুশুনিয়ার পিন্টু মন্ডলের স্ত্রীকে আগস্ট মাসে পেটে যন্ত্রণার কারণে গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। তারপরেই তিনি সময়ের আগে মাত্র ২৫ সপ্তাহে জন্ম দেন শিশুর। জন্মের পরেও হৃৎপিন্ডের সাথে সংযোগ থাকা একটি রক্তনালি বন্ধ হয়নি। ওষুধ কাজ না করায় সিদ্ধান্ত নেওয়া হয় জটিল অস্ত্রোপচারের। অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম শিশুটির হার্টে ক্ষুদ্র ডিভাইসটি স্থাপন করেন। তারপরেই বন্ধ হয় অতিরিক্ত রক্তক্ষরণ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাজ্যে প্রথম এবং গোটা ভারতের মধ্যে দ্বিতীয় সফল অস্ত্রপচার যেখানে এই ডিভাইস স্থাপন করা হল। অস্ত্রোপচারের সময় শিশুটির ওজন খুব কম ছিল তবুও সফলভাবে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। চিকিৎসক সৌম্যদীপ সরকার বলেন, "শিশুরোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রোপচার করেছে। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ। প্রিম্যাচিউর শিশুর এইরকম রোগ একেবারেই বিরল। ডিভাইসের জন্য প্রাণ পেল শিশুটি। এই ডিভাইসের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় হয়েছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-15-12-32.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us