/anm-bengali/media/media_files/sCMV6TDDMYyfHXv3lAhX.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছে ছেলে,ছেলের সাথে দেখা করতে গিয়েও দেখা না হাওয়ায় নিরাশ হয়ে বাড়ি ফিরতে হল মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীর বাবা মাকে। বাড়ি ফিরে সৌরভের বাবা মার দাবি,তাদের ছেলে যেন বিনা দোষে সাজা না পায়, মৃত্যু হওয়া ছাত্র স্বপ্নদীপের বাবা-মার কথার ভিত্তিতে নয়, সঠিক তদন্ত হোক। তাতে ছেলে দোষী প্রমাণ হলে শাস্তি হোক। তবে তাদের ছেলে নির্দোষ বলে দাবি করেন সৌরভের বাবা ও মা।সৌরভের বাবা, মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন রেখেছেন যাতে সঠিক তদন্ত হয়।
উল্লেখ্য,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে নাম জড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীর।দীর্ঘ পুলিশি জেরার পর তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে সৌরভ চৌধুরীর।এই সৌরভের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খারুষা গ্রামে।সৌরভের বাবা নিরুপ চৌধুরী ও মা প্রণতি চৌধুরী,সৌরভ বাবা মায়ের একমাত্র সন্তান।প্রান্তিক কৃষক সৌরভের বাবা,আর্থিক স্বচ্ছলতা বিশেষ কিছু নেই তাদের।ছেলের গ্রেফতারের খবর পেয়ে শনিবার ভোরে ছেলের সাথে দেখা করার জন্য কলকাতার উদ্দেশ্য রওনা দেন সৌরভের বাবা মা।শনিবার রাতেই বাড়ি ফেরেন সৌরভের বাবা মা।কিন্তু ছেলের সাথে কথা তো দূর, দেখা করতেই পারেননি সৌরভের বাবা মা,হতাশ হয়ে বাড়ি ফেরেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us