তৃণমূল ছেড়ে কালো হয়েছে শুভেন্দু! এ কী বললেন?

জঙ্গলমহলে বিজেপি প্রার্থীদের হয়ে রবিবাসরীয় প্রচারে শুভেন্দু অধিকারী। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
124

নিজস্ব প্রতিনিধি, শালবনী : ''তৃণমূল মানেই চোর, যেখানেই ভোটে দাঁড়াবে, সেখানেই হারবে। আর সেই চোরদের সঙ্গ দিচ্ছে সিপিআইএম।'' রবিবার জঙ্গলমহলের শালবনীতে বিজেপি কর্মী-সমর্থকদের হয়ে ভোটের প্রচারে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''পাটনায় বিরোধীরা যা করেছে.. কেন্দ্রে মোদী না থাকলে সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধীর পায়ে পড়েছে। সিপিআইএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া। তৃণমূল কংগ্রেস কোনও সাংবিধানিক বডিকে মানে না। যখনই তৃণমূলের পছন্দ হবে, তখনই রাজ্যপাল মহান আর যখনই অপছন্দ হবে তখনই বিষ নজরে থাকবে। শুভেন্দু অধিকারী যখন ওদের পার্টিতে ছিল, তখন সাদা ছিল, যখন পার্টি থেকে বেরিয়ে গেছে, তখন শুভেন্দু অধিকারী কালো হয়ে গেছে।'' তৃণমূলের নব জোয়ারকে ঘোড়ার ডিমের জন জোয়ার বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বলেন, ''ওটা হচ্ছে তিহার যাত্রা। দেশের আর কোথাও ট্রেন দুর্ঘটনা হচ্ছে না শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার লোকেরা এর সাথে জড়িত কিনা রেলের এটা তদন্ত করে দেখা উচিত।''