/anm-bengali/media/media_files/JlBXGVkd4xYcQB3lrtRs.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রাম ২ নং ব্লকে প্রচারে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক। সেখানেই দাবি করেন যে ৫০০ টাকা নয়, বিজেপি ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলারা পাবেন ২০০০ টাকা। অর্থাৎ বিরোধী দলনেতার নিশানায় যে বর্তমান তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প’, তা স্পষ্ট হয়ে গেল। ঘরের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয় আর্থিক সাহায্য রূপে। আর তাতে উপকৃত হচ্ছে রাজ্যের মহিলা মহলের একটা বড় অংশ। জনসমর্থন টানতে এবার সেই অঙ্কই বাড়িয়ে দেবেন বলে দাবি করলেন শুভেন্দু।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি ৬ মাসের মধ্যেই কার্যকর তৃতীয় তৃণমূল সরকার। বাড়ির সাধারণ মহিলাদের জন্য চালু করা হয় ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প’। অনুদান বাবদ ৫০০ টাকা করে দেয় প্রতি মাসে রাজ্য সরকার। এতে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠছে সাধারণ ঘরের মহিলারা। এই প্রকল্পকে খোঁচা দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন। পঞ্চায়েত নির্বাচনী আবহে ফের সেই প্রকল্পকে হাতিয়ার করেই প্রচারে নামলেন শুভেন্দু। শুভেন্দুর আরও দাবি, ওই টাকা জনসাধারণের করের অর্থ। তাই তা স্বাভাবিকভাবেই পাওয়ার যোগ্য আমজনতা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বলে চালাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সেই অঙ্ক বাড়িয়ে দেবে বলে প্রতিশ্রুতি শোনা গেল বিজেপি নেতার গলায়। আর বিরোধী দলনেতার এই প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us