/anm-bengali/media/media_files/VXgjR49VkImr914N5Tej.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনায় বসির মহকুমায় তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শাহজাহান শেখ। মনোনয়নে তার সম্পত্তির পরিমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তার বার্ষিক আয় মাত্র ১৯ লাখ ৮৩ হাজার। এমনটাই দাবি করে লম্বা চওড়া ট্যুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন তিনি শাহজাহানকে হাইলাইট করছেন তাও তিনি উল্লেখ করেছেন ট্যুইট বার্তায়।
ট্যুইট বার্তায় শুভেন্দুর দাবি, বসিরহাট মহকুমা এবং উত্তর ২৪ পরগনা জেলার একটি বড় অংশকে ব্যক্তিগত জামানাতে পরিণত করেছেন শাহজাহান শেখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কম জনপ্রিয় নতা তিনি। অনুব্রত মণ্ডলের "স্কেল মডেল"। শাহজাহান একজন কুখ্যাত মাফিয়া, যিনি বাম জমানায় "রেড ফ্ল্যাগ (লাল ঝান্ডা) অ্যাকশন স্কোয়াড"-এর নেতা হিসাবে শাসন চালাতেন। যখন বামফ্রন্ট ক্ষমতাচ্যূত হতে চলেছে, এমন সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার দলে অর্থাৎ তৃণমূলে স্বাগত জানিয়েছিলেন তাকে। তারপর থেকেই শাহজাহান শেখ জেলার মৎস্য খামারের নিয়ন্ত্রণ নেন এবং তার রাজত্ব প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরে, বসিরহাট মহকুমা সবচেয়ে খারাপ পরিস্থিতির সাক্ষী থেকেছিল, ভোট পরবর্তী অশান্তির জন্য। অনেক গ্রাম পঞ্চায়েত এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বিজেপির পক্ষে ভোট দেওয়ার পরে শাহজাহান শেখ বিজেপি কর্মীদের উপর হামলার পরিকল্পনা করেছিলেন।প্রদীপ মন্ডল ও সুকান্ত মন্ডল সহ সন্দেশখালীতে বিজেপির আরও কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে; উত্তর ২৪ পরগনা জেলায়। যেহেতু শাহজাহানের তার সর্বোচ্চ স্তরের সুরক্ষা ছিল, তাই আইন তাকে ধরতে পারেনি। এরপর কেন তিনি শাহজাহানকে হাইলাইট করছেন সেই ব্যাখ্যা দেন শুভেন্দু। কারণ হিসেবে বলেন, শাহজাহান সেই ব্যক্তি, যার একাধিক ফিশ ফার্ম, ফিশ প্রসেসিং প্ল্যান্ট এবং সংশ্লিষ্ট ব্যবসার মালিকানা রয়েছে। সারবেরিয়া মোড়ে ইট ভাটা ও একটি শপিং কমপ্লেক্সও রয়েছে। তার মনোনয়নপত্রে বলা হয়েছে যে তার বার্ষিক আয় মাত্র ১৯ লাখ ৮৩ হাজার। যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। যে ব্যক্তি একাধিক ভবন, কয়েক একর জমির মালিক এবং সম্প্রতি পার্ক সার্কাস কলকাতায় একটি নতুন বাড়ি তৈরি করেছেন; যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। ঠিক তেমনই কীভাবে তৃণমূল ১৪ জুন ৪ ঘন্টার মধ্যে প্রায় ৪০ হাজার মনোনয়নপত্র দাখিল করেছে এবং ১৫ জুন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টে পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়ন কেন্দ্রে সারিবদ্ধ না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে ৩৬ হাজার মনোনয়ন দাখিল করেছে তা তদন্ত করা দরকার বলেও সুর চড়িয়েছেন শুভেন্দু। শাহজাহান শেখের সম্পদ ও আয় সংক্রান্ত তথ্য দমনের বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে দাবি বিরোধী দলনেতার।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু হয়েছে দফায় দফায় অশান্তি। মনোনয়নকে কেন্দ্র করে ঝরেছে রক্ত। ঘটেছে প্রাণহানির ঘটনা। এবার ভোটের আগে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল নেতা। তার সম্পত্তি নিয়ে উঠছে প্রশ্ন।
Shahjahan Sheikh; the less popular Frankenstein created by Mamata Banerjee, is a "scale model" of Keshto Mondal who has turned Basirhat Sub Division & a large part of North 24 Parganas district into his personal fiefdom.
A renowned Mafia who ruled the roost during the Left Front… pic.twitter.com/6Be5BL6cxC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us