/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: লোভ বড় ভয়ংকর! অতি লোভে কার্যত সর্বস্ব হারালেন চন্দ্রকোনার ২ যুবক। ১ লক্ষ টাকা দিলে এক ঘন্টার মধ্যে তা বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা হয়ে যাবে, একথা শুনে প্রতারকের ফাঁদে পা, চন্দ্রকোনা থানার দুই যুবক। প্রতারকের পাতা ফাঁদে পা দিয়েই খুইয়েছেন প্রায় চার লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার আমডাংরা মাঠে টাকা বাড়িয়ে নেওয়ার জন্য শুক্রবার দুপুরে ৪ লক্ষ কুড়ি হাজার টাকা নিয়ে হাজির হয়েছিলেন চন্দ্রকোনা খামারবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ পাল এবং তার পরিচিত শুভেন্দু দণ্ডপাট। কিন্তু সেখানে দাসপুর থানার কুঞ্জপুরের সুজয় দাস নামে এক প্রতারকের দলের ৬ সদস্য তাদের ঘিরে ধরে জোর করে সব টাকা ছিনিয়ে নেয়, তারপরেই পালিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীকালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। ওই অভিযুক্তদের গ্রেফতার করে কোর্টে পেশ করে। আদালতের কাছে অপরাধীদের রিমান্ড-এ চাওয়া হয়। ইতিমধ্যেই থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি টাকাও অনেকটাই উদ্ধার করা গেছে বলে পুলিশ সুত্রে খবর।
/anm-bengali/media/post_attachments/53154abf-7a0.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us