/anm-bengali/media/media_files/dnxsW32e5dx0NP7JSlSB.jpg)
নিজস্ব সংবাদদাতা : শুরু হয়ে গিয়েছে বিজেপি নেতাদের পুজোর উদ্বোধন। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে সাজো সাজো রব শহরে। নিউটাউনের এক পুজোর উদ্বোধনে দেখা গেল বিজেপির অনেক নেতাকেই। বিজেপি নেতা অনুপম হাজরাও ছিলেন সেখানে। সেই ছবি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। চতুর্থীতে হল পুজোর উদ্বোধন। অনুপম ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসু। বাদ যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুপম যে ছবিগুলি পোস্ট করছেন সেখানে তাকে শুভেন্দুর পাশে বসে হাসতে দেখা যাচ্ছে। আর শুভেন্দুকেও কিছু বলতে দেখা যাচ্ছে পোজে। পাশে দিলীপ ঘোষ থাকলেও তিনি আরেকজনের সঙ্গে কথা বলছেন। ছবি গুলি দেখলে বোঝা যাবে, সবাই সবার সাথে কথা বলছে। তবে অনুপমের হাসিমুখ দেখেই উঠছে প্রশ্ন, কী শলা পরামর্শ হচ্ছিল? কী বলছিলেন শুভেন্দু?
নিউ টাউনে দুর্গাপুজোর উদ্বোধনে...
— Dr. Anupam Hazra 🇮🇳 ডঃ অনুপম হাজরা ✨ (@tweetanupam) October 18, 2023
While inaugurating Durga Puja today at Newtown (Kolkata)... pic.twitter.com/l0xuQ76Kqm
/anm-bengali/media/post_attachments/0s3c55E568c0WZVhnijZ.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us