New Update
/anm-bengali/media/media_files/jrN67puFk652lFVRpOId.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: 'পিসি-ভাইপোর উল্লসিত হওয়ার কিছু নাই। পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে। কোর্ট যা করেছে ঠিক করেছে। ন্যাচারাল জাস্টিস', পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিজেপির দলীয় সাংগঠনিক সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনে নিন আর কী বললেন তিনি।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us