বিশ্বকর্মা পুজোয় চমক শুভেন্দুর

শুধু কি সরস্বতী পুজোতেই মানুষ হলুদ বস্ত্র পরিধান করে? বিশ্বকর্মা পুজোতেও হলুদ পাঞ্জাবিতে চমক দিলেন শুভেন্দু অধিকারী। বিশ্বকর্মার আশীর্বাদে শিল্পই এখন লক্ষ্য রাজ্যের।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023 আপডেট করা হয়েছে 19 Sep 2023
zxcdf

নিজস্ব সংবাদদাতা : উৎসবের শুরু বাঙালির। প্রতিবার ১৭ সেপ্টেম্বর দিনটিতেই পালিত হয় বিশ্বকর্মা পুজো। এবছর বিশেষ পরিবর্তন তারিখে। বিশ্বকর্মা পুজোর তিথি পড়েছে ১৮ সেপ্টেম্বর। হলদিয়ায় শিল্পাঞ্চলের পুজোয় যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরণে হলুদ পাঞ্জাবী। ভাবছেন এ আর নতুন কী? বিরোধী দলনেতাকে তো সবসময় পাঞ্জাবীতেই দেখা যায়। তবে বিশ্বকর্মা পুজোর দিনের পাঞ্জাবীটার যেন আলাদাই চমক রয়েছে। তিনি পুজো মণ্ডপে যেতেই তার ওপর শুরু হয় পুষ্প বৃষ্টি। ছবি ও ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু লিখেছেন, ''বিশ্বকর্মা পূজার শুভ উপলক্ষে আমি হলদিয়ায় টাটা স্টিল ও টাটা পাওয়ার মজদুর সংঘের পূজা প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং সকলের মঙ্গলের জন্য ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি।''