New Update
/anm-bengali/media/media_files/e5DNfGgzmOwnwbSmFdXL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার জয়নগরের দলুয়াখাকিতেহাজির হল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনত্রাণনিয়েহাজিরশুভেন্দু।একইদিনেদলুয়াখাকিতেসিপিএমও বিজেপি।এদিন শুভেন্দু কথাবললেনক্ষতিগ্রস্তদেরসঙ্গে। বিরোধী দলনেতার অভিযোগ, ‘বগটুইয়েরধাঁচে পুড়িয়ে মারারছকছিল’ । সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকে হত্যা করা হয়। অভিযোগের আঙুল ওঠে সিপিএমের বিরুদ্ধে। এদিকে এই ঘটনার পর বহু সিপিএম কর্মী ও সমর্থকদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় অভিযোগের তির যায় তৃণমূলের দিকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us