New Update
/anm-bengali/media/media_files/IU4mcUfsIcvckVlDDQka.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িতে হারলেও মোটেই এই ভোটকে পাত্তা দিতে চাইলেন না বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ শনিবার হাওড়া সদরের বাঁধাঘাট মোড়ে তিনি বলেন, ‘মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধূপগুড়ি দখল তৃণমূলের। ৪ হাজার ভোটে জিতে ভাবছেন বিজেপি হামাগুড়ি দিচ্ছে? পঞ্চায়েত বা উপ নির্বাচন কোনও ভোটই না। নিচুতলার কমরেডরা আমাদের সঙ্গে চলে আসুন। বাংলাকে বাঁচাতে হলে নো ভোট টু মমতা বলুন। একসঙ্গে সব ভোট হলে তৃণমূল চলে যাবে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us