৩০ বছরের রেকর্ড ভাঙলেন শুভেন্দু, মাথানত হল মমতার

বিরাট এক কাণ্ড ঘটিয়ে ফেললেন নন্দীগ্রামের বিধায়ক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata-suvendu-962995-1615977254-1168302-1670136524-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২৪ লোকসভা ভোটে বাংলায় বিজেপির জয় নিয়ে বিরাট আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি হারবে সেই আত্মবিশ্বাসও কম নয় তৃণমূলের। এমন সময় নতুন রেকর্ড গড়লেন বিরোধী দলনেতা। আসলে বিরাট এক কাণ্ড ঘটিয়ে ফেললেন নন্দীগ্রামের বিধায়ক। বিগত ৩০ বছর ধরে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় রাজ্যের কোনও বিরোধী দলের রাজ্য স্তরের নেতারা সভা করতে পারেননি।

কেননা সেই এলাকা শওকত মোল্লার গড় হিসেবেই পরিচিত। আর এবার সেই শওকত মোল্লার গড়ে সভা করে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার সেখানকার বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারির সমর্থনে জনসভা করেন বিরোধী দলনেতা। আর তাতেই কার্যত তৃণমূল সুপ্রিমো এবং শওকত মোল্লাকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

mamatakl1.jpg

suvenduu fghg.jpg

Add 1