'সায়নী ঘোষ বাজে মহিলা, নাম নেবেন না'! কটাক্ষ শুভেন্দু অধিকারীর

বাঁকুড়ায় পঞ্চায়েত ভোটের প্রচারে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ইডির তলব প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
suvendu adhikari nandi.jpg

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, গোয়ালতোড়: শুক্রবার হুল দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে বীর শহীদ সিধু মুর্মু, কানু মুর্মুর মূর্তিতে মাল্যদান করতে এসে চোরমুক্ত পঞ্চায়েত গড়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার খাতড়ার সভা থেকে শুভেন্দুর নিশানায় তৃণমূল। বিরোধী দলনেতার মুখে ফের চোর হঠাও স্লোগান। দাবি, 'পুলিশকে হাতে নিয়ে গণতন্ত্রের সলিল সমাধি দিচ্ছে তৃণমূল'। সভা থেকে শুভেন্দু বললেন, 'জোর করে নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি। এর জবাব দিতে হবে। একদিকে চুরি, অন্যদিকে পুলিশকে হাতে নিয়ে গণতন্ত্রের সর্বনাশ করছে তৃণমূল। গণতন্ত্রে মানুষকে দাবিয়ে রাখা যায় না'।

এদিকে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের ইডির তলব প্রসঙ্গে প্রশ্ন করা হলে রীতিমতো চটে যান শুভেন্দু অধিকারী। সায়নী ঘোষের নাম শুনেই রেগে গেলেন শুভেন্দু অধিকারী। সায়নী ঘোষকে 'বাজে মহিলা' বলে আখ্যা শুভেন্দু অধিকারীর। 'এখানে ভগবানদের পুজো করতে এসেছি। ওসব বাজে মহিলাদের নাম ধর্মীয় স্থানে নেবেন না', এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।