/anm-bengali/media/media_files/7OxP1ScEY1LG3gAhxS7R.jpg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে (West Bengal) সন্ত্রাস নিয়ে আবার তৃণমূলকে (TMC) কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি (BJP) নেতা-কর্মী খুন হয়েছে বলে দাবি করলেন। আবার ২০২১- এর ২ মে ভোট পরবর্তী হিংসায় নিহত ২ জন এটাও বললেন তিনি। "আবার খুনের রাজনীতি শুরু করেছেন", এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন শুভেন্দু। মমতার অত্যাচারী বাহিনীকে সাজা দিতে হবেই, মন্তব্য শুভেন্দুর। বাংলায় তৃণমূল যা অত্যাচার করেছে তা ব্রিটিশরাও করেনি, এমনটাই দাবি করলেন তিনি। হিটলার (Hitler) আর মুসোলিনির (Benito Mussolini) সঙ্গে মমতার তুলনা করে বললেন যে হিটলার, মুসোলিনিকেও করুণ পরিণতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। দাবি করলেন যে অত্যাচারীদের যেতেই হবে। পিসি-ভাইপো যদি ভাবে ৪-৫ প্রজন্ম শাসন করবে তাহলে তা ভুল, আক্রমণ শুভেন্দুর।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us