New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যজুড়ে ভোটের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। আজ পূর্ব মেদিনীপুরে সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন তিন মাসের মধ্যে মমতা সরকারকে হঠাবেন। 'তৃণমূল মানেই চোর', আক্রমণ বিরোধী দলনেতার। আবাস যোজনা থেকে শৌচালয়ের টাকা চুরিকে কেন্দ্র করে তৃণমূলকে তোষণবাজ, চরিত্রহীন, লম্পট বললেন শুভেন্দু। বিরোধী দলনেতার মুখে ফের 'চোর ধরো জেল ভরো' স্লোগান শোনা গেল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us