New Update
/anm-bengali/media/media_files/6OB5qlNlB4wPaF7Q18ST.jpg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র সারপ্রাইজ ভিজিট করলেন চার কর্মাধ্যক্ষ।
জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু ব্লকের তিন কর্মাধ্যক্ষকে নিয়ে বাইকে করেই অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলি ঘুরে দেখেন। আদিবাসী অধ্যুষিত গ্রাম গুলিতে তাদের ভাষাতেই অভিযোগ শুনলেন কর্মাধ্যক্ষ।
সরকারের পরিষেবা ঠিক পাচ্ছে কিনা জিজ্ঞাসা করায় উত্তর এলো দিদি মনি আসে না। চাক রাধাবল্লভ কেন্দ্রে দুই মাস পড়াশুনাই হয়নি।পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শান্তি টুডু সহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us