Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/7x9LPb9I614nkF9FFQ5S.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃসন্দেশখালির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, আগামী সোমবার দেশের শীর্ষ আদালতে হবে সেই মামলার শুনানি। বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র এজলাসে হবে সেই শুনানি। গত শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে জরুরি শুনানির আবেদন জানানো হয়। মণিপুরের মতো সন্দেশখালিতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা দায়ের করেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তখন প্রধান বিচারপতি জানিয়েছিলেন পিটিশন দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। এরপর নথিভুক্ত হয় মামলা। তারই শুনানি হবে আগামী সোমবার।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us