New Update
/anm-bengali/media/media_files/2025/03/08/maoist-fdf-471410.webp)
নিজস্ব সংবাদদাতা : ছত্তিসগড়ের সুকমা জেলার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। শুক্রবার সকালে নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান চালাতে গেলে শুরু হয় সংঘর্ষ।
/anm-bengali/media/media_files/2025/05/03/Em8w1d4CYleQgkAkvEP5.jpg)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলির লড়াইয়ে এক জন মাওবাদী খতম হয়েছে। তবে এই অভিযানে শহিদ হন এক জওয়ান। ঘটনার পর গোটা এলাকায় জারি করা হয়েছে কড়া নজরদারি, চলছে তল্লাশি অভিযান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাওবাদীদের উপস্থিতির খবর আগেই ছিল। সেই সূত্র ধরেই অভিযান চালানো হচ্ছিল। এলাকায় এখনও টানটান উত্তেজনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us