New Update
/anm-bengali/media/media_files/hkpo7fDP0BSm38m0RphM.jpg)
নিজস্ব সংবাদদাতা : পিংলা সফরে গিয়ে আদিবাসী অধ্যুষিত পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পিংলায় সারাদিন ধরে চলছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি। পিংলার ধনেশ্বরপুর অঞ্চলের সাঙ্গাড় গ্রামে আদিবাসী অধ্যুষিত পরিবারে কলাপাতায়, মাটিতে বসে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।আলু ভাজা,ডাল,মাছ,সব্জি,পোস্তো বড়া ছিল মেনুতে। বিকেলে পিংলা বিধানসভাতেই একটি সভা রয়েছে তার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us