"এটি পরিকল্পিত ছিল এবং মুখ্যমন্ত্রীরও এতে হাত রয়েছে"

কে দিলেন এই বার্তা?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamataang

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার করলেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ। তিনি বলেছেন, "যেভাবে আমাদের সাংসদ, বিধায়ক এবং রাজ্য নেতাদের ওপর হামলা হয়েছে তা দেখায় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নামে কিছু নেই। আজ, আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপির একটি দল ত্রাণকাজের জন্য সেখানে গিয়েছিল, মানুষের সঙ্গে দেখা করতে। মমতা ব্যানার্জী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে বসবাস করানোর মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করেছেন। আমার মনে হয় এটি পরিকল্পিত ছিল এবং মুখ্যমন্ত্রীরও এতে হাত রয়েছে, কারণ এত বড় হামলা মুখ্যমন্ত্রীর জ্ঞান ছাড়া ঘটতে পারত না"।

sukanta k2