পঞ্চায়েতে দেদার ছাপ্পা ভোট, সন্ত্রাস নিয়ে ফের সুর চড়ালেন সুকান্ত

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তৃণমূল একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় তৃণমূল বেশি গ্রাম পঞ্চায়েত আসন পেয়েছে, কিন্তু এই ফলাফলগুলি কীভাবে দলের জন্য উত্তেজনা বাড়াচ্ছে?

author-image
SWETA MITRA
New Update
SUKANTA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) দেদার ছাপ্পা ভোট, সন্ত্রাস নিয়ে ফের সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ রবিবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলোই। বালুরঘাট ব্লকের বিডিও সাহেব নতুনত্ব যোগ করলেন "গণনাকেন্দ্র থেকে Memory Card সহ আস্ত CCTV ক্যামেরা উধাও এর অভিযোগ" বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলো কাঁটার মতো বিঁধে গেছে, না পারছেন গিলতে না পারছেন বার করতে।