পঞ্চায়েতে দেদার ছাপ্পা ভোট, সন্ত্রাস নিয়ে ফের সুর চড়ালেন সুকান্ত

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তৃণমূল একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় তৃণমূল বেশি গ্রাম পঞ্চায়েত আসন পেয়েছে, কিন্তু এই ফলাফলগুলি কীভাবে দলের জন্য উত্তেজনা বাড়াচ্ছে?

author-image
SWETA MITRA
New Update
SUKANTA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) দেদার ছাপ্পা ভোট, সন্ত্রাস নিয়ে ফের সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ রবিবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘পঞ্চায়েতভোটেরাজ্যজুড়েভোটেরআগেররাতথেকেব্যালটবাক্সখুলেছাপ্পা, ভোটেরদিনসন্ত্রাসকরেছাপ্পা, বৈধব্যালটলুঠকরেফেলেদেওয়া, গণনাকেন্দ্রেবিডিওসহঅন্যান্যপ্রশাসনিকআধিকারিকদেরমদতেতৃণমূলীদুষ্কৃতীদেরসাহায্যেকারচুপিকরেতৃণমূলকেজেতানোরঘটনাতোছিলোই।বালুরঘাটব্লকেরবিডিওসাহেবনতুনত্বযোগকরলেন "গণনাকেন্দ্রথেকে Memory Card সহআস্ত CCTV ক্যামেরাউধাওএরঅভিযোগ"বিডিওসাহেবেরগলায়অনৈতিককাজগুলোকাঁটারমতোবিঁধেগেছে, নাপারছেনগিলতেনাপারছেনবারকরতে।